হাইড্রোপনিক স্টক সলিউশন (Hydroponic Stock Solution)

হাইড্রোপনিক (Hydroponic) একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। অতি লাভজনক ফসলের ক্ষেত্রে এই হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় দ্রবন  (Nutrient) সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়। জনবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি কম কিংবা নাই সেখানে ঘরে, বারান্দায়, ছাদে বা বাড়ির আঙ্গিনায় উন্মুক্ত পরিবেশে অথবা পলি টানেল, পলি সেড, নেট হাউজে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফল উৎপাদন সম্ভব। উন্নত বিশ্বে যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালেশিয়া ইত্যাদি দেশসমূহে বাণিজ্যিকভাবে Hydroponic culture এর মাধ্যমে সবজি ও ফল উৎপাদন করা হচ্ছে। এ পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব এবং উৎপাদিত সবজি ও ফল এ কোন কীটনাশক ব্যবহার করা হয় না বিধায় বিধায় এ সবজি ও ফল নিরাপদ এবং অধিক বাজারমূল্য পাওয়া যায়।

 রাসায়নিক দ্রবের পরিমাণ তৈরির পদ্ধতিঃ 

জলীয় খাদ্য দ্রবন তৈরিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রবের পরিমাণ ও প্রস্তুত প্রণালী পদ্ধতি নিচে বর্ণনা করা হলঃ পানিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সমূহের পরিমাণ (প্রতি ১০০ লিটার পানির জন্য)

১) ক্যালসিয়াম নাইট্রেট Ca(NO3)2.4H2O – ১০০.০ StockSolution “A”

২) ইডিটিএ আয়রন (EDTA Iron) – ৮.০

৩) পটাশিয়াম নাইট্রেট (KNO3) – ৫৮.০ StockSolution “B”

৪) পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট (KH2PO4) – ২৭.০/অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট – ০.৭৮

৫) ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4.7H2O) – ৫১.০

৬) ম্যাঙ্গানিজ সালফেট (MnSO4.4H2O) – ০.৬১

৭) বরিক এসিড (H3BO3) – ০.১৮

৮) কপার সালফেট (CuSO4.5H2O) – ০.০৪

৯) অ্যামোনিয়াম মলিবটেড (NH4)6MO7O24.4H2O) – ০.০৩৮/সোডিয়াম মলিবটেড – ০.০৩৮

১০) জিঙ্ক সালফেট (ZnSO4.7H2O) – ০.০৪৪

মিশ্রণ প্রক্রিয়াঃ 

জলীয় খাদ্য দ্রবণ তৈরির সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে Stock Solution তৈরি করতে হবে। এই Stock তৈরি করার সময় ক্যালসিয়াম নাইট্রেট এবং EDTA Iron কে পরিমাপ করে ১ লিটার পানিতে দ্রবীভূত করে দ্রবণকে StockSolution “A” নামে নামকরন করতে হবে।

অবশিষ্ট রাসায়নিক দ্রব্য গুলোকে পরিমাপ মত এক সাথে ১ লিটার পানিতে দ্রবীভূত করে StockSolution “B” নামে নামকরণ করতে হবে। ১০০ লিটার জলীয় দ্রবণ তৈরির ক্ষেত্রে প্রথমে ১০০ লিটার পানি ট্যাঙ্কে নিতে হবে। তারপর StockSolution “A” থেকে ১ লিটার দ্রবণ ট্যাংক এর পানিতে ঢালতে হবে, এবং একটি অধাতব দণ্ডের সাহায্যে নাড়া চাড়া করে ভালো ভাবে মিশাতে হবে।

এরপর StockSolution “B” থেকে পূর্বের মত ১ লিটার ট্যাঙ্কে নিতে হবে এবং পূর্বের ন্যায় অধাতব দণ্ডের সাহায্যে পানিতে StockSolution গুলো সমানভাবে মিশাতে হবে।