NPK সার নিয়ে কিছু কথা !

দেশীয় বেশ কিছু সার কোম্পানি অনেক ভালো মিক্স সার উৎপাদন ও বাজারজাত করতেছে। এছাড়াও গাছের বৃদ্ধি, ফুল, ফলের ভালো উৎপাদনের জন্য অনেক সার/ভিটামিন /ঔষধ উৎপাদন ও বাজারজাত করতেছেন! কিন্তু আসল কথা হইল আমরা যারা নব্যকৃষক কিছু গাছ কিনে ছাদে বা বারান্দায় লাগাই, আর (এটার আমারও পছন্দ ও প্রয়োজনীয়) কিন্তু সমস্যা হলো এসব আন্তর্জাতিক তথ্যগুলোতে কোন উপাদানের নামের ব্যাবহারিক সাংকেতিক নাম ব্যাবহার করা হয় সবার সুবিধার জন্য।

যেমনঃ

N P K (নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ) হলো উপাদান আর রেশিও হলো প্রয়োগের পরিমাণ।

এটা হতে পারে  ২০ঃ২০ঃ২০, ১৯ঃ১৯ঃ১৯ঃ, ১০ঃ২০ঃ১০, ৮ঃ১৪ঃ৮, ১০ঃ৩০ঃ২০, ৮ঃ২০ঃ১৪, ১২ঃ১৫ঃ২০ আরও অনেক প্রতিষ্ঠান /বা অভিজ্ঞজনেরা অন্য রেশিও র কথাও বলতে পারেন। আমাদের দেশের সারগুলো তো আর NPK ফরমুলার বাহিরে না!! তারা বরাবর ট্রেড নাম এর অপর গুরুত্ব দিয়ে বাজারজাত করেন, উপাদানগুলোর নাম গুরুত্বদিয়ে নয়।

যেমন আমরা ভারতীয় সার কোম্পানিগুলো ট্রেড নাম পাশাপাশি উপাদান গুলোর নাম গুরুত্ব দিয়ে বড় করে লেখা থাকে। আমাদের দেশের কৃষিতে এই তিনটা উপাদান সাধারণত আলাদা আলাদা কিনে পরে রেশিও অনুযায়ী একসাথে মিশিয়ে জমিতে/গাছে/ফসলে প্রয়োগ করা হয় ফসলের উপর ভিত্তি করে। মিক্স সার এর প্রচলন কম বা একটু তুলনামুলক দামি হওয়ার

সাধারনতঃ

ইউরিয়া, টি,এস,পি এবং এম,ও,পি

(এখানে ইউরিয়াতে নাইট্রোজেন, টি,এস,পি তে ফসফরাস এবং এম ও পি তে পটাসিয়াম) ব্যাবহার করা হয়।

তাই NPK সার মানেই বিদেশি কোন দামি সার এমন কিছু আসলে নয়।

এই NPK সার আমাদের কৃষিতে ব্যাবহার হচ্ছে যুগ ধরে ইউরিয়া, টি,এস, পি এবং এম ও পি হিসাবে।